Site icon Fb Caption Bd

Bangla Koster SMS – কষ্টের এসএমএস

আমাদের এই ব্লগ পোষ্টের উদ্দেশ্য হল আপনাদের জন্য Bangla Koster SMS নিয়ে হাজির হওয়া। এই পোস্টে আপনি কষ্টের এসএমএস পেয়ে যাবেন যে গুলো আপনি আপনার ফেসবুক পোস্ট এ কিংবা ছবির ক্যাপশন এ ব্যাবহার করতে পারবেন। এই ক্যাপশন গুলো আপনি চাইলে সরাসরি কপি করে ব্যাবহার করতে পারবেন। আমরা প্রতিনিয়ত এইরকম পোস্ট নিয়ে হাজির হয়ে থাকি। আরও এইরকম এসএমএস বা ক্যাপশন পেতে আমাদের সাথেই থাকুন।

অনিশ্চিত একটা জীবন তবুও বেঁচে থাকার কঠিন ইচ্ছা।

একটা মানুষের মন পাওয়ার জন্য আপনি যাই করেন না কেন, দিনশেষ এ দেখবেন ওই মানুষটার কাছেই আপনি খারাপ।

বর্তমান সমাজে আপনি চুপ থাকে দুর্বল, প্রতিবাদ করলে আপনি বেয়াদব।

তোমার পাশে কেউ নেই বলে মন খারাপ করো না, হতে পারে এটাই তোমার মুখোশ না পড়ার পুরুস্কার।

আল্লাহ ছাড়া যে দুঃখগুলো কাউকে বলা যায় না, সেই দুঃখ গুলো আমরা প্রতিনিয়ত পুষতে থাকি।

সময় কি দ্রুত চলে যাচ্ছে, নাকি আমি পিছিয়ে পড়ে যাচ্ছি।

মাঝে মাঝে বলতে শিখুন, না হলে সারাজীবন শুনে যেতে হবে।

মনে রাখবেন, সুনাম গড়তে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু দুর্নাম গড়তে অপেক্ষার প্রয়োজন নেই।

আমি যেদিন জানতে পারলাম মানুষ, মানুষকে প্রচণ্ড নির্মমভাবে যন্ত্রণা দিয়েও অপরাধবোধে ভুগে না, আমি মুলত সেই দিন থেকে মানুষকে ভয় পাই।

১০০ বার মন ভেঙ্গে যাচ্ছে, ১০১ বার চাইতে শিখুন, আপনার রব আপনাকে দিবেন, ইনশাআল্লাহ।

যার মাথায় একবার ফ্যামিলি এর টাকা ডুকে গেছে, তার মনে ভালোবাসা নেই।

মানুষ তো আশাতেই বাছে, তাই বেঁচে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।

কথা হজম করতে শিখুন, এটি একটা বড় গুন। যা আপনাকে জীবনে জিতিয়ে দিতে সাহায্য করবে।

বাংলা কষ্টের এসএমএস

নিজেকে শক্ত করে গড়ে নিও, এই শহরে খারাপ সময় কোন মানুষ পাশে থাকে না।

চোখের সামনে কত মানুষ সফল হয়ে যাচ্ছে, কিন্তু আমার সফলতার কোন সু-দিন নেই।

আনন্দে আত্মহারা হতে নেই, আবার বিপদে দিশেহারা হতে নেই। আনন্দে শোকর করুন, বিপদে ধৈর্য ধরুন।

মায়া ব্যাপারটি বেশ অধভুত, হুট করে কোন কারণ ছারাই কঠিন হৃদয় এ মানুষের মধ্যে জেগে উঠে তাকে অভিভুক্ত করে দেয়।

ভালোবাসার কোন রং হয় না, না এটি কালো, না এটি ধুসর। ভালোবাসা একটি স্নিগ্ধ অনুভুতি মাত্র।

সৌন্দর্য শুদু চোখে আকর্ষণ করে, কিন্তু বেক্তিত পুরো হৃদয়কে কেঁড়ে নেয়।

মানুষ যখন একা থাকে, তখন তার মনের ভিতরের মানুষ গুলো তাকে ঘিরে রাখে।

বিয়ে, প্রেম, ভালোবাসা এগুলো আবেগের বয়সে হয়ে যাওয়াটাই ভালো, বিবেকের বয়সে হয় না।

আমার জীবনের সবচাইতে বড় সমস্যা আমি বুজলে এক লাইন বেশি বুজি, আর না বুজলে কিছুই বুজি না।

জীবন নিয়ে সপ্ন দেখা সহজ, কিন্তু জীবনকে সপ্নের মত করে সাজানো কঠিন।

চোখে পানি আসে ঠিকই, কিন্তু চোখের পানি চোখেই শুকিয়ে ফেলার নামই হচ্ছে জীবন।

যে মানুষটার সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যায়, দেখবেন সেই মানুষটাই আপনার সাথে কথা বলবে না।

খারাপ দিন আসবে বুজেছিলাম কিন্তু এত খারাপ দিন আসবে বুজতে পারি নাই

হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আশার আগের সময়টা খারাপ যায়। ইনশাআল্লাহ আমার ও ভালো দিন আসবে।

পেছনে কথা বলা মানুষগুলো পেছনেই বথেকে যায়, সামনে আসতে পারে না, পারবেও না।

দিন দিন যত সুন্দরি মেয়ে দেখতেছি, ততই মনে হচ্ছে তার ভিতরে অন্ধকার একটা পৃথিবী আছে।

সম্পর্ক কখনো দুরুত্তের জন্য নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় মিথ্যা, অবহেলা, বেইমানি জন্য।

Bangla Koster SMS

সব হারিয়ে যদি মনে হয় তুমি নিঃস্ব। মায়ের কাছে বস ফিরে পাবে বিশ্ব।

অন্নের যা আছে তা নিয়ে সপ্ন দেখার নাম জীবন নয়, বরং নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই জীবন।

যে নিজ থেকে শোধরায় না, যে কখনো আপনার জন্য শোধরাবে না, আপনি হাজার বার সুযোগই দেন না কেন।

জীবনটা সংক্ষিপ্ত, মন খুলে হাসুন, প্রান খুলে বাঁচুন। কারণ ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। খুব ছোট ছোট কারণ গুলই বেঁচে থাকার জন্য যথেষ্ট।

মানুষ বাঁচেই বা কয়দিন। কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ কথার আঘাতে রুহ পরজুন্ত কেপে উঠে।

আজ হয়তো আপনার সময়টা খারাপ, কিন্তু জীবন টা নয়। অপেক্ষা করুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে সাজিয়ে দিবেন।

যে মানুষ গুলো সবসময় আমাকে খুসি রাখার চেষ্টা করে, তারা সারা জীবন খুসি থাকিক।

ভাজ্ঞে না থাকা প্রতিটি জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত রকমের টান থাকে।

যারা সন্মান দিয়ে, ভদ্রতা বজায় রেখে মানুষের সাথে কথা বলতে জানে, তাদের মুলত আতা পারিবারিক শিক্ষা, এমন মানুষকে দুর্বল ভাবা আপনার পারিবারিক শিখার অভাব।

বিশ্বাস খুব দামি জিনিস, একবার উঠে গেলে আর আসে না।

কখন কথায় থেকে সরে আসতে হবে, এটা বুঝে গেলেই জীবন সুন্দর।

জীবনে সঠিক মানুষকে পেয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছাটা হাজার গুন বেড়ে যায়।

জীবন নিয়ে এত চিন্তা করবেন না, জীবন জিনি দিয়েছেন তিনি আমাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছে,। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। ইনশাআল্লাহ।

মানুষ তার আচার আচরণের জন্যই সছে বেশি অন্তরে জায়গা দখল করে নেয়। আবার আচার আচরণ আর জন্যই মন থেকে উঠে যায়।

Koster SMS

নিজেকে ভালো রাখার দায়িক্ত নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়ে কেও ভালো রাখতে আসবে না। Bangla Koster SMS

মনের ইচ্ছাগুল আল্লাহর কাছে বলুন, কারণ তিনি ছাড়া এগুলো পুরন করার ক্ষমতা কারোর নেই।

মানুষ সব সময় তাই হারায়, যা সে সব সময় আগলে রাখতে চায়।

দরকার হলে একা থাকুন, তবুও মিথ্যা হাসি, মিথ্যা ভালোবাসা এইসব থেকে দূরে থাকার চেষ্টা করুন।

খুসির কথা বলার জন্য প্রথমেই আপনার যাদের কথা মনে পড়বে, তারাই আপনার আপন মানুষ।

ঝড়ে যাওয়া ফুলের মত জীবনের ভুল গুলো ঝড়ে যাক।

কারো গল্পে নিজের অস্তিত্ব খুজে লাভ নেই, বরং নিজের গল্পে নিজকে খুজুন।

মানুষ ছাড়াও নিজেকে নিয়ে সুন্দর ভাবে বাঁচা যায়, অথচ আমরা নিজেকে হারিয়ে মানুষ খুজি।

মানুষ ছেনার জন্য গোঁটা জীবন কম পড়ে যাবে, তবুও মানুষ চেনা হবে না।

প্রত্যেকটা মানুষের দুই টা করে গল্প থাকে, একটা সে সবাইকে বলে বেড়ায়, আরেকটা লুকিয়ে বেড়ায়।

যারা আমাকে শিক্ষা দিয়েচগেন, তাদেরকে শিক্ষক দিবসের সুভেচ্ছা।

আমার একটাই কথা, আমার জন্য যে এক পা হাটবে, আমি তার জন্য দশ পা হাটতে প্রস্তুত।

রংধুনু ঘেরা এই শহরে হয়তো সবকিছু পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস করার মত মানুষ পাওয়া যায় না।

মা একটি সুন্দর স্রিস্তি, কারণ এই পৃথিবীতে তিনিই আক্মাত্র যিনি আপনাকে সর্বদা সুখি দেখতে চায়।

অতিরিক্ত কোন কিছুই চাই না, যতটুক হলে জীবন সুন্দর হয় আমার ঠিক তততুকুই চাই।

কিছু মানুষ তাকার দিক থেকে গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে নয়।

আমি কারো সাথে রাগ করে কথা বলা বন্ধ করি না, কষ্ট পেয়ে বন্ধ করি।

পৃথিবীতে সুখী হওয়া আর খুসি থাকার আক্মাত্র উপায় হল সন্তুষ্ট থাকা।

Valobashar Koster SMS

ফুল হচ্ছে ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে সুন্দর মাধ্যম।

জিবন্তাকে যতই সহজ করতে চাই, ততই টেনে হিঁচড়ে কঠিন হয়ে যায়।

ছেলেদের কখনো দায়িক্ত বুজিয়ে দিতে হয় না, পরিস্থিতি অনুযায়ী নিজেরাই দায়িক্তবান হয়ে যায়।

সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে। সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে আপনার প্রতি করা কিছু মানুষের নির্দয় ব্যাবহার।

যে অন্নকে সন্মান দিতে জানে, সে সন্মান পাওয়ার অধিকার রাখে।

মানুষ জত্নের কাঙ্গা, জযত্ন পেলে মানুষ মমের মত গলে যায়।

প্রতিদিন সকালে আপনারা যারা মায়ের মুখ দেখেন, বিশ্বাস করেন আপনাদের মত ভাগ্যবান মানুষ নেই।

সব কিছু ছেড়ে দিয়ে একা কোন নিরজন জায়গায় চলে যেতে পারলে ভালো লাগত।

কত মানুষকে আপন ভাবতাম। কাছের ভাবতাম। আর এখন অনেকের সাথে কোন যোগা যোগ নেই।

তোমার একজোড়া চোখের বর্ণনায় একটা গোঁটা উপন্নাস লিখা যাবে।

আকাশ পরিমান হতাশার মধ্যেও আল্লাহ ভরসা শব্দটি অনেক বেশি স্বস্তি দেয়।

ধৈর্য ধুরুন, নিশ্চয়ই আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনার জন্য সুখবর আসবে।

মানুষের মরে জাওাতে যদি আপনার কোন অনুভুতি না হয়,ভেবে নিবেন আপনি ভিতরে ভিতরে মরে গেছেন।

মানুষ যতই উক্তি লিখিক না কেন, দিন শেষে টাকা ছাড়া পুরুষ মানুষের কোন মূল্য নেই।

কথা দিয়ে, কথা রাখা মানুষগুলো অসম্ভব সুন্দর হয়।

মানুষ কল্পনায় যা ভাবে, বাস্তবে তা পাইলে জীবন কত্ত সুন্দর হইত।

তোমাকে ভালোবাসার দায়িক্ত আমার, আগলে রাখার দায়িক্ত ও আমার, কিন্তু থেকে যাওয়ার জন্য যে ইচ্ছাটা প্রয়োজন সেটা একান্তই তোমার।

অতিরিক্ত ছিন্তাশিল মন এবং সংবেদনশীল হৃদয় থাকা মানুষের জন্য জীবন সহজ নয়।।

ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয়, কিন্তু যখন আসে তখন হৃদয়কে একেবারে ঠাণ্ডা করে দেয়।

ভালোবাসার কষ্টের এসএমএস

তুমি আয়নার সামনে দারিয়ে যদি নিজেকে সুন্দর ভাব, তাহলে তুমি অবশ্যই সুন্দর, কারণ তোমার মন সুন্দর।

একটু ভালোবেসে খোজ করতে গিয়ে নিজেকে কতই না অপমজান করালাম।

জীবন পরিবর্তন করার জন্য অভ্যাস পরিবর্তন করা জরুরী। Bangla Koster SMS

মন খারাপ, ভালো হয়ে যাবে। খারাপ সময় একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু খারাপ সময়ে মানুষের খারাপ আচরণ ঠিকই রয়ে যাবে।

সবচেয়ে বড় কথা হল, আল্লাহ কখনো তার বান্দার চেহারা দেখে তাকে ভালবাসে না।

মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহহর সাহায্য সেখান থেকে শুরু।

শেষ কথাঃ আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত এই রকম ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে থাকে। আমাদের ওয়েবসাইট এ আশার জন্য ধন্য বাদ। আশা করি আবার আসবেন। যেকোনো প্রয়জনে আমাদের সাথে যোগা যোগ করতে ক্লিক করুন .

অথবা আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন।

FAQ
Exit mobile version