আমাদের মধ্যে অনেকেই আমরা রবি সিম ব্যাবহার করি। কিন্তু জানি না কিভাবে রবি সিম এ মিনিট চেক করা যায় বা রবি সিমে মিনিট চেক করার কোড কি? (Robi Minute Check Code)। আজকের এই পোস্ট তাদেরই জন্য যারা রবি সিমে মিনিট চেক করার কোড সন্ধান করছেন।
রবি মিনিট চেক করার নিয়ম
রবি মিনিট চেক করার অনেক উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ ও অল্প সময়ে মিনিট চেক করার পধতি হলো কোড ব্যাবহার করে মিনিট চেক করা। রবি সহ অন্যান্য সকল মোবাইল অপারেটর একেকটি সার্ভিস এর জন্য একেকটি কোড দিয়ে থাকে, যা সকলেই ব্যাবহার করতে পারে, তেমনি রবি সিম অপারেটর ও মিনিট চেক করার জন্য নির্দিষ্ট একটি কোড দিয়েছে।
Robi Minute Check Code
রবি সিমে মিনিট চেক করার কোড হলো *২২২*২# ।
আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ যান, গিয়ে টাইপ করুন *২২২*২#। অল্প সময়ের মধ্যে আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে আপনার সিমে থাকা অবশিষ্ট মিনিট জানিয়ে দেওয়া হবে।
রবি সিমের অন্যান্য গুরুত্বপূর্ণ কোড
আপনি যদি একজন নিয়মিত রবি সিম ব্যাবহার করে থাকেন, তাহলে আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কোড নিচে দেওয়া হলোঃ
Service Name | Service Code |
Robi Minute Check Code | *222*2# |
Robi Own Number Check | *2# |
Robi MMS Check | *222*13# |
Robi Offer Check | *888# |
Robi Internet Pack Check | *4# |
Robi MB Check | *8444*88# |
আমাদের অন্যান্য পোস্টঃ
Banglalink Internet Balance Check- বাংলালিংক এমবি চেক কোড
How to Check Robi Internet Balance (MB Code)
15+ Fresh Blog Ideas to Start Blog Journey.
অন্যান্য উপায়
আপনি চাইলে কোড দিয়ে মিনিট দেখার চেয়ে আরও সহজে মিনিট দেখতে পারবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, My Robi App। এটি রবি সিম ব্যাবহারকারীর জন্য একটি ফ্রী অ্যাপ। যা কোড ব্যাবহারের তুলনায় সহজ এবং কম সময় লাগে।
শেষ কথা।
আমাদের পোস্ট এ কোন ভুল থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। আমাদের সাইট এ আশার জন্য ধন্যবাদ।
সাধারন প্রশ্ন FAQ
রবি সিমের মিনিট চেক করার কোড *২২২*২#
Robi minute check code *222*2#
রবি সিমে নিজের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *2#